শ্রীশ্রীমায়ের দিব্যলীলা জগদ্ধাত্রীরূপিণী:-শ্রীশ্রীমায়ের চরণকমল কেমন ছিল তা স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলছেন, "সুলক্ষণা জগদ্ধাত্রীর পা।"মাকে জগদ্ধাত্রী রূপে প্রত্যক্ষ করেছেন এমন ঘটনা ভক্তদের জীবনে অনেকবার ঘটেছে, বোধহয় সবচেয়ে বেশীবার ঘটেছে। শ্রীশ্রীমাকে জগদ্ধাত্রীরূপে দর্শন পেয়েছিলেন হলদিপুকুরের রামহৃদয় ঘোষাল, স্বামী হরিপ্রেমানন্দ, চন্দ্রমোহন দত্ত ইত্যাদি অনেকেই।■রামহৃদয় ঘোষালের দর্শন:-জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা দেখতে এসেছেন হলদিপুকুর গ্রামের রামহৃদয় ঘোষাল। মা তখন ছোট বালিকা। ঘোষালমশাই দেবী জগদ্ধাত্রীর সামনে ধ্যানরতা বালিকা সারদাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে বারবার দেখেও বুঝে উঠতে পারছিলেন না,...